ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার এক ঘণ্টা পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ মে) বিকালে নিহত শরীফ (২৪) তার বোন ও খালার সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানিতে ভেসে যান।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার এক ঘণ্টা পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: খুলনার উপকূলীয় এলাকায় বৃষ্টি-জলোচ্ছ্বাস
বিকেলে তার লাশ উদ্ধার করে নিজ গ্রামে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, উপজেলার অনন্তপাড়া এলাকার বাসিন্দা শরীফ একজন জেলে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে