ঢাকার রাশিয়ান দূতাবাস পদ্মা সেতুকে ‘প্রকৃত গেম চেঞ্জার’ বলে অবহিত করেছে। কেননা সেতুটি আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, কর্মসংস্থান, পর্যটন ও অন্যান্য অনেক ক্ষেত্রে বহুমুখী সুযোগ দেবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে রুশ দূতাবাস।
পদ্মা সেতু নির্মাণ একটি ‘মাইলফলক অর্জন’ এবং এটি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে সম্ভব হয়েছে বলে মনে করে রাশিয়ান ফেডারেশন।
আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন নিয়ে কোনো উৎসব করছে না সরকার: তথ্যমন্ত্রী
রুশ দূতাবাস জানায়, নিঃসন্দেহে এটি জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে অনেকাংশে অবদান রাখবে এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়নে সুবিধা দেবে।
দূতাবাস জানায়, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত সোনার বাংলার স্বপ্ন আমাদের চোখের সামনে সত্য হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
আরও পড়ুন: শত বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা চীনের
নিঃসন্দেহে রুশ কোম্পানি রোসাটমের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের সফল উন্নয়নের গল্প এবং জনগণের সমৃদ্ধি ও কল্যাণে আরও অবদান রাখবে।
বহুমুখী পদ্মা সেতুর আসন্ন উদ্বোধনে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে রাশিয়ান দূতাবাস।