বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নাগপুরে নিরাপদে বিমান অবতরণের জন্য প্রশংসিত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম সোমবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
৪৪ বছর বয়সী পাইলট ২৭ আগস্ট মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়েন এবং তখন থেকেই তিনি ভারতের পশ্চিম মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: পাইলট নওশাদ: একজন বীরের মৃত্যু