শিক্ষার্থীরা যাতে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সফলভাবে এগিয়ে যেতে পারে সেজন্য পাঠদান পদ্ধতিকে আন্তর্জাতিক মানের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তি ও নতুন উদ্ভাবনের কারণে পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষকদের তদারকির জন্য যথাযথ পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সুযোগ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
তিনি বলেন, ‘আপনারা (শিক্ষকরা) বিদেশে কতটা প্রশিক্ষণ পান এবং দেশে ফিরে শ্রেণিকক্ষে এর কতটা প্রয়োগ করেন তা পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ।’
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বব্যাপী প্রতিযোগিতায় তারা যাতে সফলভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য তাদের পদক্ষেপ নিতে হবে। তাই যারা শিক্ষকতা করছেন তাদেরও আন্তর্জাতিক মানের হওয়া উচিত। শিক্ষকদের প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
তিনি আরও বলেন, কিছু শিক্ষকসহ অসাধুদের একটি অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোচিং সেন্টার থেকে মুনাফা করছে। ‘শিক্ষার মান উন্নয়নে কোচিং ব্যবসা পরিত্যাগ করুন।’
আরও পড়ুন: পাবনা উন্নয়ন ফাউন্ডেশনের সংবর্ধনায় একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষিত হওয়ার পাশাপাশি সুনাগরিকও হয়ে উঠুক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের অগ্রগতিতে অবদান রাখুক।
মো. সাহাবুদ্দিন সব শিক্ষক ও অভিভাবককে শিশুদের প্রতিভা বিকাশের পথ দেখাতে কাজ করার পরামর্শ দেন।
তিনি শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্মারক ও ক্রেস্টপ্রাপ্ত মেধাবী শিক্ষকদের অভিনন্দন জানান।
আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান: রাষ্ট্রপতি