দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্মারক প্রদান করা হয়।
বক্তব্যে পাবনার উন্নয়নে রাষ্ট্রপতি তার বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম তুলে ধরেন।
আরও পড়ুন: ৩ দিনের সফরে বুধবার নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
তিনি বলেন, শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ পাবনার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, সকলের প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় পাবনাও উন্নত হবে।
আরও পড়ুন: শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সুযোগ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, মো. বেবী ইসলাম, অধ্যাপক শিবজিত কুমার নাগ এবং ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং নৈশভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।