পাবনা, ০১ জুলাই (ইউএনবি)- শহরের একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে এক প্রসূতি পেট জোড়া লাগানো যমজ শিশু প্রসব করেছেন।
চিকিৎসক ডা. ইসমত আরা পপি ওই প্রসূতির সিজার করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই মা ও শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসূতি সোনিয়া খাতুন সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী।
প্রসূতির স্বামী ফিরোজ শেখ বলেন, ‘সন্তান জন্ম সবারই একটা কামনার ফসল। কিন্তু এমন সন্তান কেউ প্রত্যাশা করে না। আমি গরীব মানুষ। এই সন্তানদের চিকিৎসা নিয়ে হতাশার মধ্যে পড়েছি। কীভাবে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবো, সেটা নিয়েই দিশেহারা হয়ে পড়েছি।’
চিকিৎসক ডা. ইসমত আরা পপি বলেন, ‘বাচ্চা দুটির সমস্যা জন্মগত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে তাদের আলাদা করে সুস্থ করা সম্ভব।’
তিনি বলেন, ‘বেসরকারিভাবে এই চিকিৎসা ব্যয়ভার কঠিন হবে। তবে ঢাকা মেডিকেলে স্বল্প খরচে সুচিকিৎসা দিয়ে বাচ্চা দুটিকে আলাদাসহ সুস্থ করা সম্ভব।’