বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পশ্চিম পার্শ্বের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পারভেজ হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে এখনো স্বৈরাচারের দোসররা তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই, এরপর যদি দেশের কোথাও তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
আরও পড়ুন: প্রতীকী হালখাতা ও আনন্দ শোভাযাত্রায় জাবিতে বর্ষবরণ
এসময় জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা দেখেছি স্বৈরাচারী আওয়ামী যুগে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতকে হত্যা করা হয়েছিল। ঠিক একই কায়দায় ছাত্রদল নেতা পারভেজকেও হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পারভেজ হত্যার সাথে জড়িত ছিল ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত বিশ জন নেতাকর্মী। কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র তিনজনকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।