দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পাসপোর্ট কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা করেছে।
তদন্ত শেষে বুধবার দুদকের ঢাকা সমন্বিত অফিসে মামলা দুটি করা হয়।
দুদকের জনসংযোগ অফিসের উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক মামলা দুটি করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে রোহিঙ্গা নারীকে ভোটার করায় ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অভিযোগ অনুযায়ী, সম্পদ বিবরণীতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) উপপরিচালক মোতালেব হোসেন ২০০৪ সালের ১১ মার্চ থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৭৪ লাখ ২৭ হাজার টাকা এবং তাঁর স্ত্রী ২০০৯ সালের ১০ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত তিন কোটি ১০ লাখ টাকা দেখিয়েছেন।
আরও পড়ুন: খুলনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
মোতালেব প্রায় ১১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তিনি অবৈধভাবে প্রায় ৪২ লাখ টাকা আয় করেন। তাঁর স্ত্রী ইসরাত জাহানের সম্পদের বিবরণীতে এক কোটি টাকার তথ্য উল্লেখ করেননি এবং তিন কোটি আট লাখ টাকার বেশি অর্থের কোনও উৎস দেখাতে পারেননি।