দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা সবসময় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত তারাই পূজায় বিশৃঙ্খলা করেছে।
শনিবার (১২ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ সদরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, প্রত্যেকটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে সে চেষ্টা চলছে। প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার আছে এবং সেই অধিকার প্রতিপালিত হতে হবে, এতে কোনো বাধা থাকবে না।
আরও পড়ুন: এবারের দুর্গাপূজায় প্রায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জের সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে, আশা করি সারা দেশে এভাবে পূজা অনুষ্ঠিত হবে।
আদিলুর রহমান খান বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সেটি আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনেছে, সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যেন সবাই ধর্ম পালন করতে পারে, হিন্দু ভাই-বোনরা যেন পূজা নির্বিঘ্নে করতে পারে সেই নিশ্চয়তা বিধান করার জন্য এসেছি।
মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালিমাতা মন্দির, ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির, বাগমামুদালীপাড়া মন্দিরের মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।
এসময় মণ্ডপসংশ্লিষ্ট ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে মানুষের যে অধিকারগুলো হারিয়ে গেছে, সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের সব নাগরিক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কারোর ওপর কোনো রকম বাধা আক্রমণ মানে দেশের মানুষের উপর আক্রমণ। সেটা আমরা সিরিয়াসলি নিচ্ছি বলেই আমাদের সহকর্মীরা, আমাদের বন্ধুরা এখানে আছেন সবার পাশে দাঁড়াচ্ছেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা তাদের ভূমিকা পালনের চেষ্টা করছেন।’
এ সময় তার সঙ্গে আরও ছিলেন- পুলিশ সংস্কার কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নাছিরউদ্দিন এলান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার শামসুল আলম, সেনাবাহিনীর মেজর রাফি, কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জি কাজল, বাগমামুদালীপাড়া মন্দিরের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন প্রমুখ।
আরও পড়ুন: মানুষ কেমন বাংলাদেশ চায় তা দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: উপদেষ্টা নাহিদ