ঢাকার সিএমএম আদালত থেকে পেপার স্প্রে দিয়ে জঙ্গী ছিনিয়ের নেয়ার ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) সদস্য আরিফকে নাটোর আদালতে হাজির করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে অনারুল্লাহ বাংলা টিমের সদস্য আরিফুর রহমান আরিফ ওরফে রাজুকে জেলা কারাগার থেকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. কামরুন্নাহারের আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: পিপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
সেখানে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দুপুর দেড়টার দিতে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতের এপিপি মাসুদ হাসান সেলিম জানান, ২০১৯ সালের ৩১ আক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃঞ্চপুর এলাকার একটি মৎস্য খামাড়ের ঘরে অভিযান চালিয়ে আরিফুর রহমান আরিফ ওরফে রাজুকে আটক করেছিল র্যাব।
এসময় সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও আনসারুল্লাহ বাংলা টিমের বই ও লিফলেট উদ্ধার করা হয়েছিল। মামলার মোট ১৪ সাক্ষির মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।