প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নতুন মুখ্য সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিরাজ উদ্দিন মিয়া।
বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সিরাজ উদ্দীন মিয়াকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যা তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টাদের সংলাপ শুরু শনিবার
এই নিয়োগের পর অন্য কোনো সরকার, আধা-সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে পেশাগত, ব্যবসায়িক বা কাজের সম্পর্ক রাখতে পারবেন না তিনি।
এই নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ৫৩ শতাংশ ভোটারের মতে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ২ বছর ক্ষমতায় থাকা উচিত: জরিপ