সচিবালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপকমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম যে জায়গায় নেমেছিলেন, পুরাতন এয়াপোর্টের সে স্থান থেকে ১০ জানুয়ারি বিকাল ৩টায় ক্ষণগণনা শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো উদ্বোধন ও ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ক্ষণগণনা অনুষ্ঠানে ২ হাজার অতিথি এবং ১০ হাজার দর্শককে দাওয়াত দেয়া হবে। আগ্রহী দর্শকদের মোবাইল অ্যাপসে নিবন্ধন করে আসতে হবে।
ওইদিন বাণিজ্য মেলা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হবে, বলেন তিনি।
তিনি বলেন, ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে, ৫৩টি জেলায় এবং টুঙ্গিপাড়া ও মুজিবনগরে দুটি ক্ষণগণনা ঘড়ি স্থাপন করা হবে।