সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন উপকূলে ভাসমান অবস্থায় আরও দুটি মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সোহেল রানা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন পশ্চিম পাড়া বিচ এলাকা থেকে মধ্য বয়সী দুই যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।