দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে সাময়িক কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।
নতুন ধাপে যন্ত্রপাতি স্থানান্তর শেষে ফেব্রুয়ারির মধ্যে আবারো কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে তাপ বিদ্যুৎকেন্দ্র সচল রাখার মতো ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।
কয়লা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাশেদ কামাল বলেন, চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ নং ফেইজে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শেষে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজের বিরুদ্ধে মামলা
খনি অভ্যন্তরে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শেষে নতুন আরেকটি ১২০৯ নম্বর ফেইজে স্থানান্তর করে মাস দুয়েকের মধ্যে (ফেব্রুয়ারি) আবারো কয়লা উত্তোলনের আশা করছেন তারা।
অন্যদিকে কয়লা নির্ভর পাশ্ববর্তী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রেখেছেন তারা।
তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বলেন, কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে দু’মাস পর্যন্ত সচল রাখার মতো কয়লা মজুদ রয়েছে তাদের ইয়ার্ডে।
নির্ধারিত সময়ের মধ্যে কয়লার যোগান মিললে তাপ বিদ্যুকেন্দ্র বন্ধ হবার আশঙ্কা নেই বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার টন কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে মাতারবাড়ীতে
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলায় আরও এক জাহাজ