ঢাকা, ৩১ মার্চ (ইউএনবি)- রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে গত সপ্তাহে লাগা আগুনে ২৬ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় জমির মালিক ইঞ্জিনিয়ার এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) গোলাম সাকলাইন শিথিল বলেন, ‘রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।’
ফারুক (৬৫), রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল (৫৭), কাসেম ড্রাইসেল লিমিটেডের এমডি তাসভীর উল ইসলাম (৬২), এফআর টাওয়ার ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এবং অন্যান্যদের অভিযুক্ত করে বনানী থানার এসআই মিল্টন দত্ত মামলা করেন।
সরকারি কর্মকর্তারা জানান, ২২ তলা ভবনটি ইমারত আইন ভঙ্গ করে তৈরি। এতে পর্যাপ্ত অগ্নিনির্বাপন যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে শনিবার রাতে এফআর টাওয়ারের একাংশের মালিক তাসভীরকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।