বরিশালের বাকেরগঞ্জে জোয়ারের পানির স্রোতে ভেসে যাওয়া শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চর গজালিয়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম (৭০) ও তার নাতনি মারিয়া (১১) এবং তাদের প্রতিবেশি আলো বেগম (৭৫)।
মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীর লাশ উদ্ধার, কাউন্সিলর পুত্র গ্রেপ্তার
তিনি জানান, মাজেদা বেগমের একটি গাভী বাড়ির পাশের একটি চরে চলে যায়। সোমবার সন্ধ্যার মাজেদা বেগম ও তার নাতনি মারিয়া গরুটিকে আনতে যান। এসময় তাদের সঙ্গে প্রতিবেশী বৃদ্ধা আলো বেগমও যান।
চরে যাওয়ার সময় তারা একটি খালের ওপর থাকা বাঁশের সাঁকো পার হয়ে গেলেও সন্ধ্যায় যখন গরু নিয়ে ফিরছিলেন তখন ওই খালের ভেতর দিয়ে আসার চেষ্টা করেন। এই সময় বাকেরগঞ্জের চর গজালিয়া এলাকার সীমান্তবর্তী লোহালিয়া ও কারখানা নদীর মোহনায় হওয়ায় খালটিতে প্রচুর স্রোত থাকা পর্যায়ক্রমে তিন জনই ভেসে যান।
আরও পড়ুন: সোনাই নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পরে সোমবার ভোর রাতে আলো বেগমের লাশ চর গজারিয়া সংলগ্ন নদী থেকে এবং মঙ্গলবার ভোরে মাজেদা বেগম ও তার নাতনি মারিয়ার লাশ উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশের কর্মকর্তা।