বাংলাদেশকে অতিরিক্ত ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ।
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সম্প্রতি গুয়াহাটিতে এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ ২০২২ নদী সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারত ৪০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এলওসির অধীনে আশুগঞ্জ নদী বন্দর-আখাউড়া স্থলবন্দর সড়কের উন্নতিসহ একাধিক রাস্তা প্রকল্পে সহযোগিতা করছে।
তিনি বলেন, সীমান্তবর্তী বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ডিজিটাল কানেক্টিভিটি অবকাঠামো সংযোগের অতিরিক্ত মাত্রা দেবে।
জয়শঙ্কর বলেন, আগরতলা এবং কক্সবাজারের মধ্যবর্তী আন্তর্জাতিক গেটওয়ে ত্রিপুরায় দ্রুত ইন্টারনেট প্রবেশাধিকার এবং ব্রডব্যান্ড পরিষেবা প্রদানে সহায়তা করছে।
মন্ত্রী বলেন, ‘জুন মাসের মাঝামাঝি সময়ে আমার বাংলাদেশের সঙ্গে যৌথ পরামর্শ কমিশনের বৈঠকে এই সমস্ত উন্নয়ন এবং আরও অনেক কিছু পর্যালোচনা করব।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবিদ্যুৎও সহযোগিতার ব্যাপক সুযোগ করে দিচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যুগে এটি আরও প্রাসঙ্গিক।
পড়ুন: নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল কেনার বিষয়ে নয়াদিল্লির পরামর্শ চায় ঢাকা