চীন চলতি বছর বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ তথ্য জানান।
জুনের প্রথম সপ্তাহে চীন থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল বাংলাদেশের আমবাগান ও উৎপাদন কেন্দ্রগুলো পরিদর্শন করবে।
আরও পড়ুন: আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়েছে এমভি আবদুল্লাহ
চীনা প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ আম রপ্তানির অনুমোদন দেবে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান ছিলেন।
কৃষি খাতে চীনের বিনিয়োগের প্রত্যাশা করে মন্ত্রী বলেন, কৃষি খাতের আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের জন্য বাংলাদেশের আধুনিক ও কারিগরি সহায়তা প্রয়োজন। বিশেষ করে দেশের কৃষকদের চীনের সহযোগিতা প্রয়োজন, যাতে কৃষকরা কম দামে আধুনিক কৃষি যন্ত্রপাতি পেতে পারে।
এর আগে কৃষিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সভায় কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময় জোরদারে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ ও চালু করার বিষয়ে আলোচনা হয়।
২ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই স্টোরেজ। এখানে সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করা যাবে।
পেঁয়াজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল উল্লেখ করে মন্ত্রী বলেন, 'পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে আমরা পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের ওপর জোর দিচ্ছি।’
নেদারল্যান্ডস সরকারের এ উদ্যোগ এক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া জোরদারের লক্ষ্যে কাতারের আমিরের সদ্য সফর: ঢাকা