কুয়েত সরকার আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশি নাগরিকদের সে দেশে প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে।
শর্তানুযায়ী, কুয়েতে প্রবেশকারীদের অবশ্যই বাংলাদেশস্থ কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন এই মর্মে প্রত্যয়ণপত্র গ্রহণ করতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, করোনাভাইরাস পরীক্ষা সনদ ছাড়া কেউ কুয়েত গমণের চেষ্টা করলে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।
বর্ণিত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কুয়েতগামী যাত্রীদেরকে কুয়েত দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে ‘করোনাভাইরাসে আক্রান্ত নন’ মর্মে ইস্যুকৃত প্রত্যয়ণপত্র বিমান চেক-ইন কাউন্টারে বোডিং কার্ড ইস্যুকালে প্রদর্শন করতে হবে।