এয়ারলাইন্স নিয়ে কাজ করা বাংলাদেশের ২০টি শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে কুয়েতের জাতীয় উড়োজাহাজ সংস্থা কুয়েত এয়ারওয়েজ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে কুয়েত এয়ারওয়েজের ‘অ্যানুয়াল এজেন্ট কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
আরও পড়ুন: কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পুরস্কার পাওয়া এজেন্টগুলো হচ্ছে-সায়মন ওভারসিস লি., ভিক্টোরি ট্রাভেলস লি., টালন কর্পোরেশন লি., অ্যাক্টিভেট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার স্পিড (প্রা.) লি., আল-গাজী ট্রাভেলস লি., আল-মনসুর এয়ার সার্ভিস লি., এলাইট ট্রাভেলস, বি ফ্রেশ লি., ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুর, জিমিনি ট্রাভেলস লি., গোল্ড এয়ার এন্টারপ্রাইজ লি., হাজী এয়ার ট্রাভেলস লি., হরিজন এক্সপ্রেস লি., ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, লতিফ ট্রাভেলস (প্রা.) লি., সানজার এভিয়েশন লি., সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ট্যুর বুকিং বাংলাদেশ এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল অ্যান্ড লি.।