ঢাকা, ০১ মার্চ (ইউএনবি)- বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন তারও প্রশংসা করেন তিনি।
বৃহস্পতিবার নিউইয়র্কে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক জাতিসংঘ প্রধানের সাথে সাক্ষাৎ করলে এই বিষয়টি আলোচনায় আসে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, রোহিঙ্গা ছাড়াও তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে জাতিসংঘ মহাসচিবের চেষ্টার জন্য পররাষ্ট্র সচিব তাকে ধন্যবাদ জানান।
তিনি আগামী সেপ্টেম্বরে জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ সক্রিয় এবং কার্যকরভাবে অংশগ্রহণ করবে বলে জাতিসংঘ প্রধানকে জানান।