বাংলাদেশ বাইরে থেকে কোনো পরামর্শ চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের মানুষ এমন একটি জাতি যারা গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষের অধিকার নিশ্চিত করতে রক্ত দিয়েছে।
‘আমি বলব – অন্যদের কথা বলার আগে আয়নায় তাদের (বিদেশি সমালোচকদের) নিজেদের মুখ দেখতে হবে। আমরা এত পরামর্শ চাই না’।
শনিবার সিলেট সদর উপজেলার সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোমেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ‘স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছে। ‘আমরা খুব স্বচ্ছ থাকি’।
কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা মানবাধিকার ও গণতন্ত্রের ওপর বক্তৃতা দিচ্ছেন, তাদের অনেকেই বাংলাদেশের পাশে ছিলেন না যখন জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল এবং জনগণের কণ্ঠস্বর অস্বীকার করেছিল।
মোমেন বলেন, বাংলাদেশ যখন ভালো অবস্থানের দিকে হাঁটছে এবং অর্থনৈতিক ফ্রন্টে ভালো করছে তখন আধিপত্য দেখানোর প্রবণতা বেড়েছে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে বর্ধিত তহবিল চায় ঢাকা: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয় না এবং কাউকে গুম দেখতে চায় না, তবে দুর্ঘটনা সব দেশেই ঘটে। কালে-ভদ্রে একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে দেয়। এটা ঠিক নয়। বিদেশে বিচারবহির্ভূত হত্যা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না, দেশে কোনো লোক খুন-গুম হোক। সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।
এসময় তিনি বলেন, সিলেটের মানুষ বিদেশমুখী। শিক্ষাক্ষেত্রে সিলেট অনেকটা পিছিয়ে রয়েছে। ওদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষাগ্রহণ করে বিদেশে যান তাহলে আমাদের অর্থনীতির উন্নয়ন হবে। তাই সবাই মিলে আমাদের শিক্ষাক্ষেত্রে নজর দিতে হবে।
মোমেন আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসাগুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
আরও পড়ুন: বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী