বাংলাদেশের সঙ্গে আরও জোরালো অংশীদারিত্ব চায় সুইজারল্যান্ড। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস বাংলাদেশের সঙ্গে তাদের ‘আগের চেয়ে জোরালো অংশীদারিত্বের’ কথা তুলে ধরেন।
প্রেসিডেন্ট ক্যাসিস কোভিড-১৯ পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নসহ ভবিষ্যৎ সহযোগিতার প্রধান প্রধান ক্ষেত্রের ওপর আলোকপাত করেছেন।
পাঁচ দশক আগে এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে কিছু বাংলাদেশি গণমাধ্যমের সংবাদ প্রচার পক্ষপাতমূলক: রুশ রাষ্ট্রদূত
অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাইলফলকের স্মরণে সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় সুইস প্রেসিডেন্ট দুই দেশের দীর্ঘস্থায়ী সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত বিস্তৃতি ও গভীরতর করার ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী আসনের প্রার্থী সুইজারল্যান্ড। এজন্য বিশ্ব শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সঙ্গে ‘সম্পৃক্ততা আরও প্রসারিত’ করার দিকে নজর দেশটির।
আরও পড়ুন: এফএওকে একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব শেখ হাসিনার
রবিবার দূতাবাস জানায়, গত পাঁচ দশক ধরে সুইজারল্যান্ড বাংলাদেশের জনগণ ও সরকারের এক নির্ভরযোগ্য উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগী।
বাংলাদেশের উন্নয়ন সহায়তায় এক দশমিক দুই বিলিয়ন সিএইচএফ (এক দশমিক তিন বিলিয়ন ইউএস ডলার) বিনিয়োগ করেছে।