বাংলাদেশের মালয়েশিয়ান কমিউনিটি অবিন্তা কবির ফাউন্ডেশন এবং কোভিড-১৯ মহামারি আক্রান্ত স্থানীয়দের জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ করেছে।
শুক্রবার সকাল ১০টায় অবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া হাইকমিশনের সহায়তায় ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির ফরিদ আবু হাসানের প্রতিনিধিত্বে এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ার উদ্যোক্তা দাতিন শেরিন বন।
সংক্ষিপ্ত বক্তব্যে আমির হাসান এ দেশে অবস্থানকালে তাদের প্রতি এখানকার মানুষের সদয় মনোভাবের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, মালয়েশিয়ার নাগরিকরা সবসময়ই বাংলাদেশে নিরাপদ বোধ করেন। আর এ অনুদান মানবিকতার নামে ধন্যবাদ জানানোর একটি ছোট প্রয়াস মাত্র।
মালয়েশিয়ান কমিউনিটি অবিন্তা কবির ফাউন্ডেশনের ৯০ শিক্ষার্থীর জন্য টিফিন বক্স, ১০০ পরিবারকে খাদ্য সহায়তা, পাঁচটি রিকশা, দুটি সেলাই মেশিন ও দুটি বৃত্তি প্রদান করেছে।