প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে, বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, বৃহত্তর সৌদি বিনিয়োগ আহ্বান করেছেন এবং এসব জায়গায় সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি দেয়ার প্রস্তাব দিয়েছেন।
বুধবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ এসা ইউসেফ এসা আলদুহাইলান প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকারীদের স্বাগত জানায় এবং তারা পারস্পরিক সুবিধার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি বেছে নিতে পারে।
ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশগুলো যেন অন্যকে হস্তক্ষেপে আমন্ত্রণ না জানায়; বরং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হওয়া উচিত।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে সৌদি আরবের বিশেষ স্থান রয়েছে।
শেখ হাসিনা তার দেশকে সমর্থন করার জন্য রাষ্ট্রদূতের অনুরোধের প্রেক্ষিতে আন্তর্জাতিক এক্সপো-২০৩০ এর জন্য সৌদি আরবের পক্ষে বাংলাদেশের সমর্থন দেয়ার বিষয়ে সৌদি রাষ্ট্রদূতকে আশ্বাস দেন।
মোহাম্মদ এসা ইউসুফ এসা আলদুহাইলান আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
তিনি বলেন, কয়েক বছর ধরে ঢাকা ও রিয়াদের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সুসংহত হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক সৌদি কোম্পানি এখন বাংলাদেশের জ্বালানি খাতে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে আগ্রহী।
বৈঠকে শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা জানান এবং পবিত্র মক্কা ও মদিনার হেফাজতের মাধ্যমে মুসলিম উম্মাহর প্রতি তার অবদানের প্রশংসা করেন।
আরও পড়ুন: র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় স্বার্থান্বেষী গোষ্ঠীকে দুষলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বাদশাহর পক্ষ থেকে সৌদি রাষ্ট্রদূত পবিত্র কোরআনের খোদিত আয়াতসহ সোনা ও রূপা দিয়ে তৈরি ১০ কেজি ওজনের গিলাফের (কিসওয়াহ) একটি অংশ হস্তান্তর করেন।
প্রেস সচিব আরও বলেন, প্রথমবারের মতো সৌদি বাদশাহ বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে এ ধরনের গিলাফ উপহার দিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলীও প্রধানমন্ত্রীর সঙ্গে তার জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রুশনারা আলী শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাজ্যের আগ্রহ প্রকাশ করে বলেন, যুক্তরাজ্য এ লক্ষ্যে যৌথ উদ্যোগে কাজ করতে চায়। তিনি বাংলাদেশের রেল খাতের উন্নয়নের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী