বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে নেপাল সরকার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে জানমালের ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আমরা সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে ফিরে আসার গুরুত্বের ওপর জোর দিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতার পথে একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করতে সক্ষম হবে।