বাংলাদেশ ব্যাংকের সার্ভার জটিলতার কারণে বিঘ্নিত হচ্ছে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি এবং ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার জনিত সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সূত্রমতে, ব্যাংকের দু’টি সার্ভারের মধ্যে একটির অবস্থান ব্যাংক কার্যালয়ে এবং অপরটির অবস্থান মিরপুরের ট্রেনিং একাডেমিতে। এই সার্ভার দু’টির যেকোনো একটির জটিলতার কারণেই বর্তমানে চেক নিষ্পত্তি ও ডিজিটাল ফান্ড ট্রান্সফার সেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: লকডাউন: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বিটিসিএল কর্মীরা এই সমস্যা নিরসনে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা দূর হবে তা জানাতে পারেননি তিনি।
ব্যাংক কর্মকর্তাদের মতে, সরকারের কঠোর লকডাউনের সিদ্ধান্তের পরই কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের চেক নিষ্পত্তি বিভাগ বন্ধ করা হয়। কিন্তু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তের পর চেক নিষ্পত্তি সিস্টেম পুনরায় চালু করার পর সমস্যা দেখা দেয়।