বাংলাদেশে ও ভারতের বর্তমান সম্পর্ক, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে কসমস ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এই আলোচন সভা শুরু হবে এবং সম্পূর্ণ আলোচনাটি কসমস ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে।
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক আলোচনায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী।
আলোচনায় উদ্বোধনী বক্তব্য দেবেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান।
কসমস ফাউন্ডেশন অনেক আগে থেকেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে অ্যাম্বাসেডর লেকচার সিরিজের আয়োজন করে আসছে। এসকল আলোচন সভায় আমন্ত্রিত রাষ্ট্রদূত এবং বিশেষজ্ঞ অতিথিদের উপস্থিতিতে বাংলাদেশ ও বৈদেশিক সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়ে আসছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজিত দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে কসমস ফাউন্ডেশনের ওয়েবিনার শনিবার
এবারের আলোচনায় বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন বিশেষজ্ঞ আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত তারিক এ. করিম, অধ্যাপক সি. রাজা মোহন, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, পিনাক রঞ্জন চক্রবর্তী, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মেজর জেনারেল (অব.) আ. ন. ম মুনিরুজ্জামান, ড. ফাহমিদা খাতুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান এবং সাবেক রাষ্ট্রদূত কৃষ্ণান শ্রীনিভাসান।
বৃহস্পতিবার সম্প্রচারের পর হতে যেকোনও সময় যেকোনও জায়গা হতে কসমস ফাউন্ডেশনের ফেসবুক পেজে আলোচনার ভিডিওটি দেখা যাবে।
গত এক যুগ সময় ধরে বাংলাদেশ এবং ভারত সত্যিকার এক সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ রয়েছে, যা পাঠ্যপুস্তকে উল্লেখ্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কে সাথে তুলনা যোগ্য।
বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক নিহিত আছে দু’দেশের অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির মাঝে, যা কখনোই মুছে ফেলা যাবে না। আর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অসামান্য সাহায্যে মাধ্যমে এই সম্পর্ক চূড়ান্ত রূপ লাভ করেছে।
আরও পড়ুন: কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
এছাড়া বাংলাদেশে স্বাধীনতার ৫০ বছরপূর্তির অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর দুই দেশের মধ্যকার সুসম্পর্কে চলমান স্বর্ণযুগের ই প্রতিচ্ছবি।
বাংলাদেশে আসন্ন উন্নয়নের পথে দেশের নীতিগত ও সামাজিক দিক নিয়ে আলোকিত ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন সময়েই আলোচনা সভার আয়োজন করে আসছে কসমস গ্রুপের প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন।