এসময় ওই বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, সেলাই মেশিনসহ লক্ষাধিক টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরে প্রতিবেশীরা ওই বাড়ির বাবু মণ্ডল (৪৫), সোনালী মণ্ডল (৩০), রিপন মণ্ডল (২৫), চন্দ্রা মণ্ডল (২০), বাপ্পী মণ্ডলকে (৯) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রতিবেশীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে বাবু মণ্ডলের বাড়ির কেউ ঘুম থেকে না উঠায় তারা ওই বাড়িতে যান। গিয়ে তারা দেখেন, ঘরের দরজা খোলা এবং ওই পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। আর বাড়ির মালামাল তছনছ অবস্থায় রয়েছে। দ্রুত তারা ওই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, সকাল ৯টার দিকে নারী, শিশুসহ পাঁজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে খাবারের সাথে তাদের চেতনানাশক প্রয়োগ করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক জনান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।