রাঙ্গামাটি, ২০ মার্চ (ইউএনবি)- রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে নির্বাচনী কাজে নিয়োজিত সাতজনকে ব্রাশ ফায়ারে খুনের ঘটনার তিন দিনের মাথায় বুধবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা না করায় এসআই আকতার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলা নম্বর-০২/তাং-২০-০৩-১৯ইং।
সোমবার উপজেলার কংলাকে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে নয় কিলোমিটার নামক এলাকায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের গাড়িতে পাহাড় থেকে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত এবং প্রিজাইডিং অফিসারসহ ১৪ জন আহত হন।
এদিকে ঘটনার পর এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত ছিল তা প্রশাসনের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।