নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বয়স্ক, বিধবা, মহিলা, প্রতিবন্ধী ভাতা এবং মা ও শিশু সহায়তা বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগী আরও ৫ লাখ পরিবার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) নতুন অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা ও মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দিকে বিশেষ নজর দেয়া হয়েছে।
এবারের বাজেটে বয়স্ক ভাতা মাসিক ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ৫৫০ থেকে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: নতুন অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবি সহায়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে চলতি বছর জানুয়ারি থেকে ৫৭ লাখ পরিবারকে টিসিবি কার্ডের আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।
এবারের বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচীর মেয়াদ ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ৫ লাখ পরিবারকে টিসিবির আওতাভুক্ত করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।