ইবির অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী জানান, তিনি এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম মোস্তফার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন।
আরও পড়ুন: করোনার ছুটির মধ্যে পরীক্ষা নেবে ইবি
বায়োলোজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মনোনিতরা হলেন-বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন।
ইনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে- সহযোগী অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন খান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল, প্রভাষক আনিসুল কবির।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে- অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আয়েশা আক্তার জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. শরীফ মো. আল রেজা, অধ্যাপক ড. মিনহাজুল হক, সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. আরিফুজ্জান জামান খান, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক, অধ্যাপক ড. শামসুল আলম, সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।
একই ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমিন, সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খলিলুর রহমান। এছাড়া ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে অ্যাপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক এটিএম মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মনোনিত হয়েছেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর নামে বানান ভুল: ইবি রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ
নওয়াব আলী জানান, মনোনিত শিক্ষকরা এ প্রকল্প থেকে দুই থেকে তিন লাখ টাকা পাবেন
বায়োলোজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, ইনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার ডিসিপ্লিনারি ক্যাটাগরিতে ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য ১ হাজার ১৫৮ জন শিক্ষক মনোনিত হয়েছেন।