ইবি উপাচার্যের ব্যক্তিগত সচিব আয়ুব আলীর স্বাক্ষরে নোটিশটি দেয়া হয়েছে বলে উপাচার্য কার্যালয় সূত্র বৃহস্পতিবার রাতে জানিয়েছে।
আরও পড়ুন: করোনার ছুটির মধ্যে পরীক্ষা নেবে ইবি
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ একাডেমিক ক্যালেন্ডারের প্রুফ দেখা দুটি ছাপানো রঙিন কপি উপাচার্যকে দেখার জন্য দিয়েছিলেন। কিন্তু সেখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বানান ভুল থাকায় এ বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে উপাচার্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, বলেন আয়ুব আলী।
আরও পড়ুন: ইবিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন
তবে আবদুল লফিত বলেন, ‘ক্যালেন্ডারের খসড়া কপি তৈরির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু আমাকে কেন কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তা বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক এবং একাডেমিক ক্যালেন্ডার কমিটির সদস্য সচিব মো. আতাউল হক জানান, অসুস্থতার কারণে তিনি প্রুফ কপি রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ইবি উপাচার্য আবদুস সালাম ইউএনবিকে জানান, তার কাছে দেয়া ক্যালেন্ডারের কপি খসড়া বা চূড়ান্ত ছিল কি না তা রেজিস্ট্রার তাকে জানাননি।
‘এখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামের বানান ভুল থাকায় আমি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি,’ বলেন তিনি।