বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে রেখে সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি
অন্যদিকে বিটিআরসির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে রাখা হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির জরুরি টিম গঠন