নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা পুরাতন আইনজীবী সমিতি ভবনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি চলাকালে বক্তারা বলেন, অনিয়ম ও হয়রানি থেকে গ্রাহকদের রেহাই দিতেই চালু করা হয় বিদ্যুতের প্রি-পেইড মিটার। কিন্তু সেই প্রি-পেইড মিটার এখন গ্রাহকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের জন্য গ্রাহকদের কোনো ফি গুনতে হবে না বলা হলেও প্রতি মাসে ৪০ টাকা কেটে নেয়া হচ্ছে মিটারের জন্য এবং ৫০ টাকা ডিমান্ড চার্জও গুনতে হচ্ছে।
এছাড়া বিভিন্ন চার্জের নামে অতিরিক্ত অর্থ কেটে নেয়ার পাশাপাশি প্রি-পেইড মিটারের সার্ভার ত্রুটির কারণে টাকা রিচার্জ করতে গিয়ে হয়রানিরও শিকার হতে হচ্ছে তাদের।
ভুক্তভোগী বক্তারা এ সময় দ্রুত এ প্রি-পেইড মিটার খুলে আগের ডিজিটাল মিটার স্থাপনের জোর দাবি জানান।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজুর রজমান মাসুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু ও শহরের বিভিন্ন স্থান থেকে আগত ভুক্তভোগী নাগরিকগণ।