মাগুরায় যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের পারনান্দুয়ালী গ্রামের রাবেয়া চক্ষু হাসপাতাল এলাকায় সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি কোচে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অপহরণ, ১০ দিন পর সাভারে উদ্ধার
এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার সুব্রত কুমার ধরকে আটক করেছে পুলিশ।
তার বাড়ি সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বাস টার্মিনালের অদূরে রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির এই বন্য হনুমানটি উদ্ধার করা হয়েছে।
এ সময় বাসের সুপারভাইজার ও পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সুব্রত কুমার ধর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক সুব্রতর দেয়া তথ্যমতে জানা গেছে, ঢাকার সাভার থেকে রানা নামে সাতক্ষীরার এক ব্যক্তির উদ্দেশ্যে হনুমানটি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা হনুমান বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২