বিরল
দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত অবস্হায় ৯ লাখ টাকা মূল্যের একটি ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি দৈর্ঘ্য প্রায় ১৭ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চির সমান।
আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু, আক্রান্ত ৩২৬
ধারণা করা হচ্ছে প্রাচীন মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা জানান, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রামে ধানুয়ারপাড়ে সরকারি খাস পুকুরের মাটি কাটার কাজ করছিল কিছু শ্রমিক।
এসময় বেরিয়ে আসে মূর্তির মূল অংশের সঙ্গে ভেঙে যাওয়া অন্য অংশ।
মূর্তির খবর জরুরি সেবা কেন্দ্রে মোবাইল ফোনে জানিয়েছিলেন নাড়াবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে মোতাহার হোসেন। জরুরি সেবা কেন্দ্রে খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মারা গেছেন পরীমণির নানা
রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
১ বছর আগে
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের বিরলে মঙ্গলবার (১৭ অক্টোবর) ট্রেনের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কুদ্দুস বিরলের ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের সাতাহার উত্তর বহলা গ্রামের জাহের মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
রেলওয়ে থানার ইনচার্জ হারুন-উর-রশিদ মৃধা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন বিরল স্টনের দিকের যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন জংশনে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারা গেছেন আব্দুল কুদ্দুস। তিনি কিছুটা বধির ছিলেন।
তিনি আরও বলেন, আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহন করেছেন স্বজনেরা।
আরও পড়ুন: সিলেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১ বছর আগে
দিনাজপুরে সাপের কামড়ে ২ কৃষকের মৃত্যু
দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ২ কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এবং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২, আহত ১
কৃষক রণজিত চন্দ্র শীল (৩৮) গোবিন্দপুর গ্রামের মৃত কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে এবং কৃষক আব্দুর রউফ (৫৫) চাউলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।
ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, রণজিত চন্দ্র শীল নামে একজন কৃষক জমিতে আগাছা নিড়ানোর সময় সাপে কাটে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়াও বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে আব্দুর রউফ নামে আরেকজন কৃষক গবাদি পশুকে খাওয়ানোর জন্য খড়ের পালা থেকে খড় নেওয়ার সময় সাপে কাটে।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে সে।
আরও পড়ুন: রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ
১ বছর আগে
৪ লাখ গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চার লাখ গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল।
বৃহস্পতিবার বিকালে তিনি চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মাঝে সমাজসেবার সহায়তার চেক, কৃষকদের মাঝে সার ও বীজ এবং ইলিশ সম্পদ উন্নয়ন প্রকেল্পর আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু খুব সহজভাবে বলেছিলেন-আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। একজন দু:খী মানুষ কখন হাসে, যখন তার পেটে ভাত, পরনে কাপড় এবং মাথা গোঁজার ঠাঁই থাকে। যখন তার ছেলে-মেয়ের পড়ালেখার ব্যবস্থা থাকে, যখন আয় রোজগার এবং চিকিৎসার ব্যবস্থা থাকে।
আরও পড়ুন: ১২ বছরে কারিগরি শিক্ষা ১৭ শতাংশে উন্নীত হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, এরপর যারা সামরিক-আধাসামরিক নানান চেহারায় স্বৈরশাসন এসেছে, জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দল গঠন করলেন। ক্যান্টনমেন্ট থেকে যে দল গঠন হয়, সে দলতো আর গণতান্ত্রিক দল হয় না। সে দল সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করে না। তারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করে, আর তা হয়েছেও ঠিকই।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা ১৯৯৬ সালে মানুষের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলেন। তখন থেকে এই যে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যাক্তাদের ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অর্থাৎ দু:খী মানুষের পাশে দাঁড়ানো। আশ্রয়ণ প্রকল্প করে, গুচ্ছগ্রাম, ভূমিহীন ও গৃহহীনদের ঘরে করে দেয়া। মাত্র কয়েকদিন আগে ৪০ হাজার মানুষকে ঘর করে দিলেন।
তিনি আরও বলেন, এই পর্যন্ত চার লাখ মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করা হয়েছে। যাদের ঘর ছিল না, জায়গা ছিল না। আজকে তাদের ঘর আছে এবং কর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। পৃথিবীতে এমন ঘটনা বিরল।
দীপু মনি বলেন, আজকে কৃষককে বীজ ও সার দেওয়া হচ্ছে। বিএনপির আমলে সার চাওয়া হয়েছে, তখন ১৮ জন কৃষককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎ চাইছে, পানি চাইছে, গুলি করে মানুষ হত্যা করতে হবে কেন? শেখ হাসিনা বলেছেন, সারের পেছনে কৃষককে ছুটতে হবে না, সার কৃষকের কাছে পৌঁছে যাবে। শেখ হাসিনা সব কথা রাখেন। তিনি বলেছেন ডিজিটাল বাংলাদেশ করবেন, তা করেছেন। এখন আপনাদের সকলের হাতে হাতে মোবাইল। আজকে মানুষ না খেয়ে থাকে না, সকলের পরনে কাপড় আছে। কমিউনিটি ক্লিনিকে গেলে ৩০ প্রকারের ওষুধ পাওয়া যায়। এই বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে তৈরি করছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন প্রধানিয়া, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজনৈতিক কারণে শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী
শিক্ষার অগ্রযাত্রায় গণমাধ্যমকে পাশে চান শিক্ষামন্ত্রী
১ বছর আগে
পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১
দিনাজপুরের বিরল এলাকায় নদীতে গোসল করতে নেমে মধ্য বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে পূণর্ভবা নদীর বিরল অংশে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি উমর আলী বিরল উপজেলার বাসিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ চেষ্টা চালাচ্ছেন স্হানীয়রা।
আরও পড়ুন: রাজশাহীর পদ্মায় ২ সন্তানসহ গোসলে নেমে মায়ের মৃত্যু, বাবা নিখোঁজ
বিরল থানার তদন্ত ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, দিনাজপুর শহরের পূণর্ভবা নদীর বিরল অংশে শুক্রবার সকাল ৬টার দিকে গোসলে নামেন বিরল উপজেলার বাসিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে উমর আলী।
তাকে গভীর পানিতে তলিয়ে দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন সঙ্গে থাকা স্ত্রীসহ স্বজনরা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীসহ স্হানীয়রা।
তিনি আরও বলেন, রংপুর থেকে ডুবুরি এনে তল্লাশি চালানো হলেও দুপুর আড়াইটা পর্যন্ত সন্ধ্যান মিলেনি উমর আলীর। এদিকে জীবিত অথবা মৃত অবস্হায় উদ্ধারের আশায় নদীর তীরে বিলাপ করছেন স্বজনরা।
আরও পড়ুন: নড়াইলের নবগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার
১ বছর আগে
বিরল প্রজাতির বন্য হনুমান উদ্ধার
মাগুরায় যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করেছে পুলিশ। সোমবার শহরের পারনান্দুয়ালী গ্রামের রাবেয়া চক্ষু হাসপাতাল এলাকায় সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি কোচে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অপহরণ, ১০ দিন পর সাভারে উদ্ধার
এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার সুব্রত কুমার ধরকে আটক করেছে পুলিশ।
তার বাড়ি সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বাস টার্মিনালের অদূরে রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির এই বন্য হনুমানটি উদ্ধার করা হয়েছে।
এ সময় বাসের সুপারভাইজার ও পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সুব্রত কুমার ধর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক সুব্রতর দেয়া তথ্যমতে জানা গেছে, ঢাকার সাভার থেকে রানা নামে সাতক্ষীরার এক ব্যক্তির উদ্দেশ্যে হনুমানটি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা হনুমান বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
বিদ্যালয়ের মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
২ বছর আগে
দিনাজপুরে নাপিত খুন
দিনাজপুরের বিরলে রবিবার রাতে এক নাপিতকে (নরসুন্দর) হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। তবে হত্যার কারণ জানতে পারেননি তারা।
হত্যার শিকার নাপিতের নাম শুভ চন্দ্র শীল (২২)। তিনি বিরল উপজেলার টেঘরা মহেশপুর নাপিতপাড়ার বাসিন্দা সন্তোষ চন্দ্র শীলের ছেলে। সে কাঞ্চনঘাটের একটি সেলুনে চুল কাটার কাজ করতো।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে বিরলের উত্তর বহলা মোল্লাপাড়া গ্রামের কাঞ্চন রেলস্টেশনের কাছে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের মাথার বামদিকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত
২ বছর আগে
রাঙ্গামাটিতে বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী উদ্ধার
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্যতম জীববৈচিত্রপূর্ণ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালী উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে বনের ঝোঁপে কাঠাল গাছে মো. মাহফুজুর রহমানের ছেলে মো. সরোয়ার (১৬) এর হাতে ধরা পড়ে এই উড়ন্ত কাঠবিড়ালী গুলো।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নী এবং থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের তত্ত্বাবধানে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা আব্দুল আজিজের কাছে চারটি কাঠবিড়ালী হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার
পরে বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের মো. সফিউল ইসলাম, নেকজান বেগম, কবির হোসেন, আব্দুল কুদ্দুস, গ্রাম পুলিশ ছগির হোসেন, ভিডিপির পিসি মিন্টু মিয়া ও এমদাদুল হক।
এসময় বনবিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, পাহাড়ে এই প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর বনে জঙ্গলে দেখা পাওয়া যায় না বললেই চলে। এটি বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
তিনি আরও বলেন, পাহাড়ে গাছপালা কেটে বন উজাড় করার ফলে বন্য প্রাণীদের আবাসস্থলের ক্ষতি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের হাতে ধরা পড়ে।
লোকালয়ে ঢুকে পড়া প্রাণীরা যাতে মানুষের মাধ্যমে আক্রান্ত না হয় সেদিকে উপজেলা বনবিভাগ কড়া নজর রাখছে বলে জানান তিনি।
৩ বছর আগে
চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিনা এলাকায় ধরা পড়ল বিরল প্রজাতির ‘চিতা বিড়াল’’।
মঙ্গলবার বেলা ১১টায় বিরল প্রজাতির এই চিতা বিড়ালটি কে ধরে স্থানীয় লোকজন।
আরও পড়ুন: মিয়ানমার থেকে এলো ২ বুনো হাতি
জানা যায়, হরিনা চৌরাস্তা এলাকায় একটি চিতা বিড়ালকে দেখে কিশোররা তাড়া করছিল। পরে তারা এলাকাবাসীসহ বিড়ালটিকে ধরে ফেলে। এ নিয়ে এলাকায় নানা জন নানা মত প্রকাশ করলে, পরে সেটিকে মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন বলেন, ‘দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল।’
আরও পড়ুন: ইনকিউবেটরে জন্ম নিল ২৮ অজগরের বাচ্চা
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব শামীম এটিকে ‘চিতা বিড়াল’’ বলে শনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল ইসলাম বলেন, ‘চিতা বিড়াল একটি বিড়ল প্রজাতির বিড়াল। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থ্য ভাবে ধরে এনেছে এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি সংশ্লিষ্ট বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পঠানো হবে।’
৩ বছর আগে