ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় এ কথা বলেন সারজিস।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে কোনো দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনের আগে টাকা নেবেন না। তাহলে তারা পাঁচ বছরে আর আপনাদের কাছে আসবেন না।’
আরও পড়ুন: হাসনাত না ওয়াকার, এই বয়ান অপ্রত্যাশিত: সারজিস
সারজিস বলেন, ‘বাংলাদেশে ৫৩ থেকে ৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।’
এনসিপি নেতা বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।’