শনিবার উপজেলার নগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (৫৫) ওই গ্রামের মোকশত আলীর ছেলে।
অভিযুক্ত জামাতা ইমাম হোসেনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে।
নিহতের পরিবার জানায়, ইমাম হোসেন তার ছোট ভাইয়ের সাথে শ্যালিকা রিমা আক্তারের বিয়ের প্রস্তাব দেন। কিন্তু শ্বশুরের পরিবার প্রস্তাব মেনে নেয়নি। রোজার মধ্যে রিমার অন্যত্র বিয়ে ঠিক হয়।
শনিবার সকাল ৯টার দিকে মোহাম্মদ আলী তার এক ভাতিজাকে নিয়ে দোল্লাই নবাবপুর বাজারে বিয়ের কেনাকাটা করতে যান। সেখানে ইমাম হোসেন তার দোকানে মোহাম্মদ আলীর ভাতিজাকে বসিয়ে রেখে শ্বশুরকে নিয়ে বেরিয়ে যান।
দুপুরে পাড়ার ছেলেরা ক্রিকেট খেলার সময় পাশের খালে মোহাম্মদ আলীকে পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল বলেন, ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।