ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।
জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তাকে (ভারতীয় রাষ্ট্রদূত) আসতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে বসছেন ভারতীয় হাইকমিশনার।
সেনা ও পুলিশ সদস্য মোতায়েনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আগরতলা হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় গ্রুপের 'সহিংস বিক্ষোভ ও হামলায়' 'গভীর ক্ষোভ' প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন: আগরতলা মিশনে 'সহিংস হামলার' প্রতিবাদ জানিয়েছে ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনে এই 'জঘন্য হামলা' এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা চলতি বছরের ২৮ নভেম্বর কলকাতায় অনুরূপ সহিংস বিক্ষোভের মতো।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক মিশনের আইনের লঙ্ঘন এবং কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন, ১৯৬১ এর লঙ্ঘন।’
আরও পড়ুন: বিএনপি প্রত্যাশা করে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারত সম্মান দেখাবে