দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাচারকারীসহ আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে আজ (মঙ্গলবার) তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে তোলা হয়।
সোমবার রাতে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা করে বলেন জানিয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
গ্রেপ্তাররা হলেন— বগুড়া সদরের সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ, তার ছেলে গণেশ দেবনাথ, সোহাগ দেবনাথ, বুদা দেবনাথ ও বিকাশ দেবনাথ এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান হিটলার।
এছাড়া, ভারতে পাচারের চেষ্টায় জড়িত সন্দেহে দিনাজপুরের বিরামপুরের মমিনুর রহমান ও একই উপজেলার ছয়বুর রহমানকে আটক করা হয়।
আটকরা জানান, তারা দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। কিছুদিন আগে দেশে ফিরে অবৈধপথে আবারও ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। পাচারকারীরা তাদের প্রলোভন দিয়ে সীমান্তে এনে জড়ো করেন। এ সময় স্থানীয় অচিন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের ২৯৪/৩৩ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ডসহ বাংলাদেশ ও ভারতের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। তাদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান জাহিদুল করিম।