শাহবাগ থানার পরিদর্শক মাহবুব মিয়া জানান, বুধবার রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী ও সার্জেন্ট জহরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির হোসেন মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
> ডাকসু ভিপি নুরের নিরাপত্তা চেয়ে লিগ্যাল নোটিশ
মামলায় নুরকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, ফারুক হোসেন, মশিউর রহমান এবং এপিএম সুহেলকেও আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার নুরুল হক নুর বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ৩৭ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৮ জন আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ ওঠে।
হামলাকারীরা ফারাবী ও সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।