ভূরিভোজ,অর্ধশতাধিক অতিথি আর দিনভর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে ‘বট-পাকুড়’ গাছের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো।
বুধবার ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের দয়ারামপুর বাজারে ধুমধাম করে বটগাছ ও পাকুড়গাছের এ মজার বিয়ে দেয়া হয়।
এদিন সকালে থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে। সন্ধ্যাবেলা শুভলগ্নে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। গোধূলিলগ্নে মন্ত্র পড়ে বটকে ‘বর’ ও পাকুড়কে ‘কনে’ ধরে বিয়ে সম্পন্ন করেন পুরোহিত শ্যামল কুমার দাস।
স্থানীয়দের বিশ্বাস, বটগাছ-পাকুড়গাছ একসঙ্গে থাকলে বিয়ে দিতে হয়। সে জন্যই একসঙ্গে বেড়ে ওঠা বট-পাকুড়গাছের বিয়ের আয়োজন করে দয়ারামপুর বাজার কমিটি। এ জন্য পুরো বাজার সাজানো হয় নানা রকম লাইটিংয়ে।
আরও পড়ুন: অতিথি পাখিতে মুখরিত রাণীসাগর দিঘি