‘উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে দেশব্যাপী ৫১টি জেলার ১০০টি মহাসড়কের ২০০০ কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এসব মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মাগুরা জেলা প্রশাসন ও সড়ক বিভাগ এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৫০ জেলায় ১০০ মহাসড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর
এর মধ্যে মাগুরার তিনটি মহাসড়ক রয়েছে।
এ সড়কগুলো হলো-
১. মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের চার লেন ১০.১৫ কিলোমিটার।
২. মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-কালিগঞ্জ মহাসড়ক ১৪.৩৪ কিলোমিটার।
৩. মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা মহাসড়ক ১০.১৯৫ কিলোমিটার।
জেলার মোট ৩৫ কিলোমিটার মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে মোট ১৬৭ কোটি ৯০ লাখ টাকা।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম ও স্থানীয় নেতারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।