সরকার দেশের বর্তমান করোনা পরিস্থিতি অবনতির কথা মাথায় রেখে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলগুলোতে ষষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত বাড়ির কাজ দেয়া স্থগিত করেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারিকৃত এক প্রজ্ঞাপনে বাড়ির কাজ দেয়ার ওপর স্কুলগুলোকে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর এবছর ৩০ মার্চ হতে স্কুল এবং কলেজগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। কিন্তু আবারও করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ২৭ ফেব্রুয়ারি জানানো এমন সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
পরবর্তীতে শিক্ষামন্ত্রী দীপু মনি ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ইউজিসির নির্দেশনা
এদিকে গতবছরের ৭ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম, ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ, নম্বর ব্যবস্থাপনা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি সম্পর্কে নির্দেশনা জারি করে।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোন আক্রান্ত হয়ে মারা যায় ৮৮ জন এবং নতুন করে শনাক্ত হয় ৩ হাজার ৬২৯ জন। বর্তমানে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।