বুধবার সকালে পয়লা ইউনিয়নের ভাতরণ্ড গ্রামে তার নিজ জমিতে এ ঘটনা ঘটে। নিহত হালিম ওই এলাকার মৃত আনছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ জমিতে কাজ করছিলেন হালিম মিয়া। এসময় ড্রেন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৪/৫ জন কৃষক তার ওপর হামলা চালায়। হালিম গুরুতর আহত হলে তাকে জমিতে ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনার কয়েক ঘণ্টা পর জমিতে কাজ করতে আসা স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘৫৫ শতাংশ জমির মধ্যে তিন শতাংশ জমির বিরোধ চলছিল কয়েক মাস ধরে। এরই ধারাবাহিকতায় এই খুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্রের আঘাতে হালিমের মৃত্যু হয়েছে।’
তিনি আরো জানান, এঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের রশিদ, জয়নাল ও হাফিজ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন।