বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনবিকে বলেন, ‘বিএনপি মহাসচিব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
তিনি বলেন, ফখরুল জ্বরে আক্রান্ত হওয়ায় সকালে কোভিড টেস্ট করানো হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।
শায়রুল বলেন, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েও বিএনপি নেতা দ্বিতীয়বারের মতো ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে ফখরুল তার উত্তরার বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফখরুলের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শায়রুল।
এর আগে গত ১১ জানুয়ারি ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হন।
আরও পড়ুন: আ’ লীগ সরকার জনগণের শত্রু হয়ে উঠেছে: ফখরুল
অর্থমন্ত্রীর কর্মকাণ্ডের সঙ্গে সংবিধান ও নৈতিকতার সংযোগ নেই: ফখরুল