বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার কঠোর প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন।
রবিবার বিকালে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার দুটি মর্টার ছুঁড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: রাশিয়ার সাথে সম্পর্ক ‘এডজাস্ট’ করা কঠিন: পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা এরকম ঘটনার স্বাভাবিক প্রতিবাদ করি। কিছুদিন আগে আমরা একই রকম ঘটনার খবর পেয়েছিলাম। আমরা আবারও মিয়ানমারের প্রতি কঠোর প্রতিবাদ জানাবো।’
তিনি বলেন, প্রথমত এটি তদন্ত করা হবে যে বাংলাদেশের অভ্যন্তরে এটি নিক্ষেপ দুর্ঘটনাবশত ছিল, না ইচ্ছাকৃত ছিল।
রবিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় মিয়ানমারের দুটি মর্টার শেল পতিত হওয়ার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
অবিস্ফোরিত মর্টার শেল দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: হাসিনা-মোদির রামপাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র সচিব
যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার চুক্তি করছে না বাংলাদেশ: পররাষ্ট্র সচিব