মিয়ানমার থেকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক বৈঠকে কমিটি খাদ্য সরকারি পর্যায়ে চুক্তির আওতায় এ অনুমোদন দেয়।
খাদ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই আমদানি প্রক্রিয়ায় মোট ব্যয় হবে ৯০ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার। এতে প্রতি টন চালের মূল্য পড়বে ৪৬৫ দশমিক ৫০ মার্কিন ডলার।
এছাড়া মন্তিসভা কমিটি এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবনার অনুমোদন দেয়।
আরও পড়ুন: যতদিন প্রয়োজন ততদিন ওএমএসে চাল-আটা বিক্রি: খাদ্যমন্ত্রী
কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশন(বিএডিসি)-এর মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার মেট্রিকটন এমওপি সার, সৌদি আরবের মদিনা থেকে ৪০ হাজার টন ডিএপি সার, তিউনিশিয়া থেকে ২৫ হাজার মেট্রিকটন টিএসপি সার আমদানি করবে।
এখন পর্যন্ত সারের দাম সংক্রান্ত কোন তথ্য সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়নি।
আরও পড়ুন: ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজিতে চাল দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী