বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ‘কিলো ফ্লাইট’র বীর সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর শাহীন হলে বিমান বাহিনী প্রধান তাদের এই সংবর্ধনা দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্ত:বাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের অবদান জাতি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মোট ২৯ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে 'কিলো ফ্লাইট'-এর সদস্য ও তাদের উত্তরসূরিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা/তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইট সদস্য/তাদের উত্তরাধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস দিয়ে যান চলাচল সীমিত থাকবে: আইএসপিআর
তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের ময়দানে মাত্র তিনটি বিমান নিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এমনকি অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত।
পরিচালন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
বিমান বাহিনী প্রধান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন।
মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের আত্মত্যাগ ও অবদান বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সকল সদস্যের কাছে প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২ বিদেশি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী: আইএসপিআর